বগুড়ার শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে ডাকাতি মামলায় নগদ টাকা ও মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, মোঃ একাব্বর আলী প্রামাণিক (৪৬), মোঃ মুনসুর আলী (৩০), মোঃ গফুর মন্ডল (৩৫), আব্দুল বাছেদ (৩২), মোঃ নাজমুল হোসেন (২৭), মোঃ সাইদুর রহমান ভোলা (৫০), মোঃ হেলাল উদ্দিন (২৮)।
রোববার (৫ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিবগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
শিবগঞ্জ থানা সূত্র জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় অজ্ঞাত ৮ থেকে ১০ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন মোঃ শামসুজ্জামান (৫০)। সেসময় তিনি মামলার এজহারে উল্লেখ করেন যে, ঘটনার দিন আনুমানিক রাত ২টার দিকে বাদী তার স্ত্রীর চিৎকার শুনে চারজন ডাকাত তার রুমে ঢুকে ওড়না দিয়ে তাদের হাত পা বেধে ফেলে। এক পর্যায়ে তাদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২ লাখ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
ডাকাতি হওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে, আট আনার ১টি স্বর্ণের বালা, চার আনার ১টি আংটি, ছয় আনার ১টি স্বর্ণের চেইন, ১টি কানের দুল ও তিন রতির ১টি নাকফুল। এছাড়াও ডাকাত দলের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ২টি কালো রঙের খাসি নিয়ে যায়।
পরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘদিন তথ্য প্রযুক্তি সাহায্য নিয়ে এবং গোপন সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামে মামলা হওয়া আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
বিষয়টি সম্পর্কে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বেল্লাল হোসেন জানান, ‘গত ২৫ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তোভোগী মোঃ শামসুজ্জামান। এরই জের ধরে বিভিন্ন সময়ে আমরা অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। ওই দলের আরেক সদস্যকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এনসিএন/এআইএ
