বগুড়ার শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে নর্থ ক্যাপিটাল নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন আকন্দ। তিনি বলেন, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৫ জন হলেন- মো. রুবেল হোসেন (৪০), মো. মোজাফফর হোসেন (৫০), মো. শফিকুল ইসলাম (৫০), মো. মিঠু প্রামাণিক (৩৫) ও মো. রাশেদ শেখ (৩০)।
এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরী চাইনিজ কুড়াল, ধারালো দা, হাসুয়া, লোহার রড, হাতুড়ি, তালা কাটার যন্ত্র এবং গাঁজা জব্দ করা হয়।
শিবগঞ্জ থানা সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদ পাওয়া যায়, ডাকাত দলের ৫ জনের একটি চক্র শিবগঞ্জের মহাস্থানগড়ের জিয়ৎ কুন্ডুর পাশের প্রত্নতাত্ত্বিক দেয়ালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় বসত বাড়ি ও রোডে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রচলিত আইনে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনসিএন/এআইএ
