ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছে বাসের ধাক্কা, যুবক নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছে বাসের ধাক্কা, যুবক নিহত
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছে বাসের ধাক্কা, যুবক নিহত। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জন। হতাহত সবাই বাসযাত্রী।

বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শাকপালা দাঁড়কামারি এলাকায় এ ঘটনায় ঘটে।

হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত যুবক ও আহতদের নামপরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিসটেন্ট কামরুল হাসান।

তিনি জানান, রংপুর থেকে বরিশাল যাচ্ছিল তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে শাকপালা এলাকায় মহাসড়কের ধারে দাঁড় করে রাখা একটি চাল বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ওই বাস। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন বাসযাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। সেখানে এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা চিকিৎসাধীন। এছাড়া আরও চারজন বাসযাত্রী আহত হন। তারা শজিমেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক যশোর নওয়াপাড়া এলাকার বাসিন্দা সুমন কুমার জানান, তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চালবোঝাই ট্রাক নিয়ে যশোর যাচ্ছিলেন। পথে শাকপালা এলাকায় ট্রাকটি দাঁড় করে রেখে চা বিরতি দেন। তিনি এক দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় যাত্রীবাহী বাসটি পেছন থেকে তার ট্রাকে ধাক্কা দেয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ওই এলাকার দুপাশে প্রায় এক কিলোমিটার দূরত্বের যানযট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের কারণে যানযট সৃষ্টি হয়েছে। যানযট নিরসনে পুলিশ কাজ করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print