চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বগুড়ায় শনিবার জাতীয় কম্পিউটার প্রশিক্ষান ও গবেষনা একাডেমি (নেটার) চত্তরে হয়ে গেল রোবটিক্স অলিম্পিয়াড। দেশের বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করলেন। উদ্ভাবনীয় রোবট সকলেকে অবাক করে দিলেন তরুন যুবারা।
ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী তৈরী করেছেন ‘রেবনি’। আগুন নেভাতে সক্ষম ‘রেবনি’। রেবনি যেখানে যেতে পারবে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা যেতে পারবে না। অগ্নিকুন্ড যত বড় হবে রেবনি ততটা ফোর্সেই কাজ করতে পারবে।
নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজের শিক্ষার্থী মোঃ জিাহাদ রহমান তৈরী করেছেন ফার্মিং রোবট। ফার্মিং রোবট ক্ষেতে যেতে পারবে। ছোট বা বড় গাছে উঠে গাছের ছবি তুলে প্রেরণ করবে। গাছের ফল, ফুলের, রোগাক্রান্ত কিনা সেটিও জানিয়ে দেবে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা যৌথভাবে তৈরী করেছেন মেডিকেল এ্যাসিসটেন্ট রোবট। রোবটটি পরিচালনার মধ্যে দিয়ে রোগীকে বিভিন্নভাবে সেবা ও বার্তা প্রদান করবে। মিরাজুল হক নামের এক শিক্ষার্থী তৈরী করেছেন লাইন ফ্লোয়ার রোবট। তার রোবটটি চাঁদসহ বিভিন্ন গ্রহে প্রেরণ করা যাবে। রোবটিকে নির্দেশনা দিয়ে ছেড়ে দিলে সেই নির্দেশ মোতাবেক চলবে এবং আশপাশের ছবি তুলে প্রেরণ করবে।
এমন নানা রোবট তৈরী করে কলেজ শিক্ষার্থীরা শনিবার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় তুলে ধরেছেন। চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়ায় রোবটিক্স অলিম্পিয়াড এর আয়োজন করা হয়।
প্রথমবারের মতো আয়োজিত এই অলিম্পিয়াড ৪ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে রবো সকার, লাইন ফলোয়িং রবোটিক্স প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং (জুনিয়র), পোস্টার প্রেজেন্টেশন (জুনিয়র), প্রজেক্ট শোকেসিং (সিনিয়র) ও পোস্টার প্রেজেন্টেশন (সিনিয়র) প্রতিযোগিতায় ১০৬ টি টিমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ ৪৯টি প্রতিষ্ঠানের মোট ৩৩১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
অনুষ্টানের প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহসিন বলেন , এ ধরনের রোবটিক্স অলিম্পিয়াড দেশের জন ্য উৎসাহ মূলক আয়োজন। কেন না আমাদেও দেশের জনসংখ্যারবৃহত একটি অংমই তরুন-তরুনী। যারা আমাদেও সম্পদ। তাদের সঠিক ভাবে মূল্যায়ন করতে পারলে দেশীয় উন্নয়ন প্রযুক্তির অংশ হতে পারবে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি অংশে বিভক্ত হয়ে প্রতিদ্ব›িদ্বতা করে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়া প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। সারাদিন প্রতিযোগিতা শেষে বিকালে ৬জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এর আগে সকাল ৯টায় নেকটার হল রুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআই প্রকল্প পরিচালক (যুগ্ম সচীব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বুয়েটের সাবেক ডীন ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বগুড়া নেকটারের পরিচালক (উপ সচীব) মোঃ শাফিউল ইসলাম।
চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বগুড়ায় শনিবার জাতীয় কম্পিউটার প্রশিক্ষান ও গবেষনা একাডেমি (নেটার) চত্তরে হয়ে গেল রোবটিক্স অলিম্পিয়াড। দেশের বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুবক -তরুনরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করলেন। উদ্ভাবনীয় রোবট সকলেকে অবাক করে দিলেন তরুন যুবারা।
ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী তৈরী করেছেন ‘রেবনি’। আগুন নেভাতে সক্ষম ‘রেবনি’। রেবনি যেখানে যেতে পারবে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা যেতে পারবে না। অগ্নিকুন্ড যত বড় হবে রেবনি ততটা ফোর্সেই কাজ করতে পারবে।
নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজের শিক্ষার্থী মোঃ জিাহাদ রহমান তৈরী করেছেন ফার্মিং রোবট। ফার্মিং রোবট ক্ষেতে যেতে পারবে। ছোট বা বড় গাছে উঠে গাছের ছবি তুলে প্রেরণ করবে। গাছের ফল, ফুলের, রোগাক্রান্ত কিনা সেটিও জানিয়ে দেবে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা যৌথভাবে তৈরী করেছেন মেডিকেল এ্যাসিসটেন্ট রোবট। রোবটটি পরিচালনার মধ্যে দিয়ে রোগীকে বিভিন্নভাবে সেবা ও বার্তা প্রদান করবে। মিরাজুল হক নামের এক শিক্ষার্থী তৈরী করেছেন লাইন ফ্লোয়ার রোবট। তার রোবটটি চাঁদসহ বিভিন্ন গ্রহে প্রেরণ করা যাবে। রোবটিকে নির্দেশনা দিয়ে ছেড়ে দিলে সেই নির্দেশ মোতাবেক চলবে এবং আশপাশের ছবি তুলে প্রেরণ করবে।
এমন নানা রোবট তৈরী করে কলেজ শিক্ষার্থীরা শনিবার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় তুলে ধরেছেন। চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়ায় রোবটিক্স অলিম্পিয়াড এর আয়োজন করা হয়।
প্রথমবারের মতো আয়োজিত এই অলিম্পিয়াড ৪ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে রবো সকার, লাইন ফলোয়িং রবোটিক্স প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং (জুনিয়র), পোস্টার প্রেজেন্টেশন (জুনিয়র), প্রজেক্ট শোকেসিং (সিনিয়র) ও পোস্টার প্রেজেন্টেশন (সিনিয়র) প্রতিযোগিতায় ১০৬ টি টিমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ ৪৯টি প্রতিষ্ঠানের মোট ৩৩১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
অনুষ্টানের প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহসিন বলেন , এ ধরনের রোবটিক্স অলিম্পিয়াড দেশের জন ্য উৎসাহ মূলক আয়োজন। কেন না আমাদেও দেশের জনসংখ্যারবৃহত একটি অংমই তরুন-তরুনী। যারা আমাদেও সম্পদ। তাদের সঠিক ভাবে মূল্যায়ন করতে পারলে দেশীয় উন্নয়ন প্রযুক্তির অংশ হতে পারবে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি অংশে বিভক্ত হয়ে প্রতিদ্ব›িদ্বতা করে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়া প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। সারাদিন প্রতিযোগিতা শেষে বিকালে ৬জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এর আগে সকাল ৯টায় নেকটার হল রুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআই প্রকল্প পরিচালক (যুগ্ম সচীব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বুয়েটের সাবেক ডীন ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বগুড়া নেকটারের পরিচালক (উপ সচীব) মোঃ শাফিউল ইসলাম।
