ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় দুই ক্লিনিক কে ৩ লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বগুড়ায় দুই ক্লিনিকে জরিমানাসহ সিলগালা

বগুড়ায় দুই ক্লিনিক কে ৩ লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।
বগুড়ায় দুই ক্লিনিক কে ৩ লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। ছবিঃ এনসিএন

বগুড়ায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় দুই ক্লিনিক ও হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাতে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

বিজ্ঞপ্তিতে জানায়, শহরের মালতিনগর ও বাদুড়তলা এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে রাত পৌণে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. দীপংকর বসাক ও বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী উপস্থিত ছিলেন।

জানা যায়, শহরের বাদুড়তলা এলাকার নিউ সততা ক্লিনিক ও হাসপাতাল অভিযান চালায়। এখানেও অনুমোদন ছাড়া হাসপাতাল, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সেন্টাররের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি ডিউটি ডাক্তার না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ ব্যবহার করার দায়ে এই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানাসহ ক্লিনিক কে সিলগালাকরে এবং একই দিনে শহরের মালতিনগর এমএসক্লাব মাঠ এলাকার মা ও শিশু ক্লিনিক হাসপাতাল ওরফে ম্যাক হাসপাতালে যায় আদালত।

এ সময় নথি ঘেটে দেখা যায় ক্লিনিকটি অনুমোদন ছাড়া হাসপাতাল, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সেন্টাররের কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে  ডাক্তার ও ল্যাব সহকারী না থাকায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে তাদের ল্যাব এবং হাসপাতাল সিলগালা করা হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, প্রতিষ্ঠান দুইটি অনুমোদনহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। এ কারণে  অর্থদণ্ড ও সিলগালা দিয়ে প্রতিষ্ঠান দুইটি বন্ধ করা হয়েছে। 

তিনি আরও বলেন, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে একটি  নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগীতা করেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print