ডিসেম্বর ১, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ

বগুড়ায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ৬টি মোটরসাইকেলে মামলা

বগুড়ায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ৬টি মোটরসাইকেলে মামলা
বগুড়ায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ৬টি মোটরসাইকেলে মামলা। ছবি: এনসিএন

 

বগুড়ায় পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আকষ্মিক বিশেষ চেকপোস্টের মাধ্যমে অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (০৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহরের স্টেশন রোড, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকায় তারা এ অভিযান পরিচালনা করে।

মূলত বেপরোয়া গতিতে বাইক চালানো, হেলমেটবিহীন চালক ও নাম্বারবিহীন ৬টি মোটরসাইকেলকে মামলা দেয়া হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করতে সতর্ক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বগুড়া সদর থানার ওসি (অপারেশন) শাহিনুজ্জামানসহ থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

এদিন অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামুনুর রশীদ। তিনি বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬টি মোটরসাইকেলকে মামলা দেয়া হয়েছে।

বিশেষ অভিযানটি সম্পর্কে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শারাফত ইসলাম জানান, ‘ঈদের আগে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে৷ যেন রাস্তায় চুরি, ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।’

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print