বগুড়ায় সেউজগাড়ির আমতলীতে ধারালো অস্ত্রসহ একদল যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) বিকেলে ওই এলাকায় ঘটনাটি ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, শহরের সেউজগাড়িতে এক যুবককে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে ৫ থেকে ৭ জনের একটি দল। পরে যুবকটি দৌড়ে পালিয়ে রক্ষা পায়। এসময় অস্ত্রহাতে যুবক স্থানীয়দের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘আপনারা আমার ছবি তুলেন, ছবি তুলেন, আপনারা বড় সাংবাদিক।’
সেউজগাড়ি এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছে, বার্মিজ চাকু হাতে নিয়ে মহড়া দেওয়া যুবকের নাম নাফিউল ইসলাম নিরব। সে সেউজগাড়ির কালিমন্দির এলাকার মোঃ লিটনের ছেলে।
অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, ‘সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে ওই যুবককে আমরা শনাক্ত করেছি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হবে।’
