শিল্প বিপ্লবের গুরুত্ব ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়ায় রোবটিক্স অলিম্পিয়াড এর আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে বগুড়ার সদরের ফুলতলায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত এই অলিম্পিয়াড ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছেঃ
১। রবো সকার (Robo Soccer)
২। লাইন ফলোয়িং রবোটিক্স প্রতিযোগিতা (Line following Robotics Competition)
৩। প্রজেক্ট শোকেসিং (Project Showcasing)
৪। পোস্টার প্রেজেন্টেশন (Project Presentation)
নেকটার আয়োজিত এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিসহ ৪৯টি প্রতিষ্ঠান অংশ নেবে।
জানা যায়, প্রতিযোগিতায় ১০৬ টিমে ৩৩১ জন অংশগ্রহণ করবেন। যারা দুটি অংশে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত উপ-সচিব মোঃ মহসিন, বিশেষ অতিথি হিসেবে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদসহ উপস্থিত থাকবেন অনেকেই।
এদিন অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বগুড়া নেকটারের পরিচালক মোঃ শাফিউল ইসলাম।
এনসিএন/এআইএ
