বগুড়া পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৪টায় ছেলেদের জাতির পিতা বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও মেয়েদের -বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সফিয়ান সফিক।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যনা সমর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান।
এই টুর্নামেন্টে বগুড়া সদরের ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা অংশ নিচ্ছে। ১২ টি টিমের খেলা ২ টি ভেন্যূতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বগুড়া সদরের নুনগোলা ও মানিকচক মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
