ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ

বগুড়ায় বার্মিজ চাকুসহ ২জন ছিনতাইকারী গ্রেপ্তার

বগুড়ায় বার্মিজ চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
বগুড়ায় বার্মিজ চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: এনসিএন

বগুড়ার সদর এলাকা থেকে ধারালো বার্মিজ চাকুসহ দু’জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর এলাকার উত্তর চেলোপাড়া এলাকার সুলতান ব্যাপারীর ছেলে রাব্বী ওরফে কোরাল (৩৪) এবং নান্টু ব্যাপারীর ছেলে কাজল হোসেন (২৪)।

এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তাজমিলুর রহমান।

তিনি বলেন, সোমবার ৪টায় শহরের সাতমাথা এলাকা থেকে ওই ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ধারালো বার্মিজ চাকু ব্যবহার করে শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও পকেটমারাসহ বিভিন্ন অপরাধ সংঘটন করছিলেন বলে অভিযোগ ছিলো। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাব্বির বিরুদ্ধে ৮টি মামলা এবং কাজলের এর বিরুদ্ধে ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print