ডিসেম্বর ১, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বিএসটিআই’র অনুমোদনবিহীন ব্রান্ডের সেমাই তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া জেলা প্রসাশন ও বিএসটিআই কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবিঃ এনসিএন
বগুড়া জেলা প্রসাশন ও বিএসটিআই কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবিঃ এনসিএন

আজ বুধবার বগুড়া জেলা প্রসাশন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে বগুড়া সদরে পৃথক ২টি সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে সেমাই (ব্রান্ড: রালেক্স কুলসুম) উৎপাদন বিক্রয় এবং মোড়কে বিএসটিআই স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় রাজাবাজার এলাকায় অবস্থিত মেসার্স জনতা ফুড প্রোডাক্টস এবং মেসার্স ইসলামিয়া লাচ্ছা সেমাই ফ্যাক্টরীকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল নর্থ ক্যাপিটাল নিউজ কর্তৃকবিএসটিআইয়ের অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে সেমাইশিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি নজরে আসে বিএসটিআই কর্তৃপক্ষের। অতপর তারা বিষয়টি আমলে নিয়ে আজ তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করলে খাদ্য সামগ্রী উতপাদন বিক্রয় বিষয়ে অনিয়ম দেখে ২টি প্রতিষ্ঠানে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বগুড়া জনাব পলাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) জনাব মোঃ মিজানুর রহমান এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) এর সদস্যবৃন্দ।

পরবর্তীতে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print