ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

বগুড়ায় বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে পরিবহন সংশ্লিষ্ট সকলেই। এতে শনিবার (৬ আগস্ট) সকাল থেকে বগুড়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের তেল চালিত বাস চলাচল বন্ধ রয়েছে।

বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নওগাঁ গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ এবং নগরবাড়ীসহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোনো বাস বগুড়া থেকে ছেড়ে যায়নি। তবে যেসব বাস গ্যাসে চালিত সেসব গাড়ি অভ্যন্তরীণ রুটে সিরাজগঞ্জ ও ময়মনসিংহে চলাচল করছে বলে জানা গেছে।

জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বিষয়টি সম্পর্কে বগুড়া বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘জ্বালানির দাম বেড়ে যাওয়াতে বিভিন্ন রুটের আংশিক বাস চলাচল বন্ধ রয়েছে। নতুন ভাড়া নির্ধারণ না করে যাত্রীদের সেবা দেওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, সরকার পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানীর দাম বাড়িয়েছে। একলাফে জ্বালানির দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ টাকা করে। এতে আমরাও কিছুটা বিপাকে পড়েছি। এখন পরিবহন খাত নিয়ে সরকার কি ধরনের সিদ্ধান্ত দিবে, সে অপেক্ষায় আছি বলেও জানান তিনি।

বাস ভাড়ার সাথে তেলের দাম সমন্বয় করার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বাস ভাড়ার সাথে তেলের দাম সমন্বয় করা হলে ক্ষতিগ্রস্থ হবে জনগন। শুধু তাই নয়, লোকসানের মুখে পড়বে পরিবহন মালিকেরাও।’

বগুড়া ও নওগাঁ মহাসড়কের বাস চালক আসলাম শেখ বলেন, ‘সরকার হঠাৎই জ্বালানির দাম বাড়িয়েছে। এতে করে আমাদের খরচ দ্বিগুন বেড়ে গেছে। এই অবস্থায় গাড়ি বের করলে যাত্রীদের সাথে ঝামেলা বাঁধবে। এমনকি জ্বালানি কিনতে যে ব্যয় হবে সেটি তুলতেও হিমশিম খেতে হবে।

এনসিএন/এআইএ/এ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print