ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৮টি বার্মিজ চাকু জব্দ

বগুড়ায় বার্মিজ চাকু বিক্রি বন্ধে পুলিশের বিশেষ অভিযান।
বগুড়ায় বার্মিজ চাকু বিক্রি বন্ধে পুলিশের বিশেষ অভিযান। ছবিঃ সজল শেখ
বগুড়ায় চুরি, ছিনতাই ও ছুরিকাঘাত কমাতে বার্মিজ চাকু বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছেন বগুড়া সদর থানা পুলিশ।
রবিবার বিকলে ৪ টা থেকে ৬ টা বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়কে, রেলওয়ে হকার্স মার্কেট ও চুড়িপট্টিতে বিভিন্ন দোকানে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
এসময় রেলওয়ে হকার্স মার্কেটের নিউ কালেকশন সহ বিভিন্ন দোকান থেকে ১৮ টি বার্মিজ চাকু, বক্সসার, পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, চুরি, ছিনতাই ও ছুরিকাঘাত কমাতে এই অভিযান অব্যহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন  বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল মোন্নাফ, এস আই খোরশেদ আলম।
এনসিএন/বিআর
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print