বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধান ক্ষেত থেকে হারুন (৪৫) নামের এক ব্যক্তির পায়ের রগ কাটা লাশ উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে সাত টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুৎশহর-করমজি এলাকায় গ্রামবাসী ধানের ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন। পরে দুপচাঁচিয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
জানা যায়, নিহত হারুন (৪৫) উপজেলার ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। রোববার (২৮ আগস্ট) বিকেল ৫ টার পর হারুন ফকির ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করা হয় এবং পার্শ্বের এক জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়। তবে ভ্যানে থাকা ৪ টি ব্যাটারি পাওয়া যায়নি। হারুনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত ও পায়ের রগ কাটা ছিল। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায়। পুলিশের ধারণা ভ্যান ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায় ও পায়ের রগ কাটা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনসিএন/বিআর
