ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

বগুড়ায় ভ্যানচালক হত্যা মামলায় গ্রেফতার ২

বগুড়ায় ভ্যানচালক হত্যা মামলায় গ্রেফতার ২
বগুড়ায় ভ্যানচালক হত্যা মামলায় গ্রেফতার ২। ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচাচিয়া উপজেলার ভ্যানচালক হারুণ হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার আশঞ্জা এলাকার মুক্তার হোসেন ও ছোট জয়পুর পাড়া গ্রামের শাকিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শনিবার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভ্যান চালাতেন নিহত হারুন অর রশিদ। আর এ কারণে তাকে মাঝে মধ্যেই জ্বালাতন করতেন হত্যা মামলার দুই আসামী মুক্তার ও শাকিল। তবে হারুন তাদের দু’জনকে নিজের ভ্যানে তুলতে নারাজ থাকায় রাগান্বিত হয় তারা। এক পর্যায়ে পূর্ব পরিকল্পনার অনুয়ায়ী ভ্যান ভাড়া করা হয়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করার পাশাপাশি পায়ের রগ কেটে হারুনের মৃত্যু নিশ্চিত করে ওই দুই আসামী।

এর আগে গেল ২৮ আগস্ট রাতে হারুন অর রশিদকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়।

নিহত হারুন দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের মৃত মঈন ফকিরের ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে একই উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print