ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

বগুড়ায় ভয়াবহ গরমে ত্রাহি অবস্থা, হিটষ্ট্রােকে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভয়াবহ গরমে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে। প্রচন্ড গরম সহ্য করতে না পেরে দিশেহারা অনেকেই। এরইমধ্যে বগুড়া জেলায় এক বৃদ্ধ হিট স্ট্রােকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আর এদিন সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

এদিকে বগুড়ার শিবগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে প্রচন্ড গরমে হিট স্ট্রােকে আক্রান্ত হয়ে রজ্জব আলী (৮২) নামে এক কৃষকর মৃত্যু হয়েছে।

সােমবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার বগিলাগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। রজ্জব আলী উপজেলার পৌর এলাকার অর্জুনপুর মহল্লার মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রজ্জব আলী নিজর গরুর জন্য ঘাস কাটতে ওই স্থানে যান। পরে জমি থেকে ঘাস কাটার সময় প্রচন্ড গরমে হিটস্টােকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়।

পরে এলাকাবাসী তার বাড়িতে সংবাদ দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপযেলা স্বাস্থ্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপার নিহতের বড় ছেলে আবু সাঈদ বলেন, বাবা খুব পরিশ্রমী মানুষ ছিলেন। বগিলাগাড়ি মাঠে গরুর ঘাস কাটতে গিয় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে আমরা পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাতে পারিবারিক কবরে তাক দাফন করা হয়।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ বলন, রজ্জব আলী ঘাস কাটতে গিয়ে প্রচন্ড গরমে মারা গেছেন।

এ ব্যাপারে উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারেক নাথ কুন্ডু বলেন, প্রচন্ড গরমের কারণে সম্ভবত ওই কৃষক হিট স্ট্রােকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print