বগুড়ার শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়ার সাজাপুর এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতয়ালীর দৌলতপুর এলাকার রমজান আলীর ছেলে আঃ রাব্বী (২৩)। অপরজন একই জেলার চৌদ্দগ্রামের জামিরকোট এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে সফি উল্লাহ (৪৩)।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
