ডিসেম্বর ১, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

বগুড়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত

বগুড়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত
বগুড়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত। ছবি: এনসিএন

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত হলো।

বৃহস্পতিবার বিকেলে অত্র শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

পুলিশ সুপার বলেন, রবীন্দ্র-নজরুল তাদের লিখনীতে মানুষের মাঝে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে নিয়ে গেছেন অন্যন্য উচ্চতায়। বাংলা ভাষায় কবিতা, গান, গল্প, প্রবন্ধ, উপন্যাস লিখে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে গেছেন। তার লেখনিতে উঠে এসেছে মানুষের কথা, সমাজের কথা, শ্যামল বাংলার কথা। তার লেখনির মধ্যে দিয়ে বিশ্বে আলোড়নে পেয়েছেন শ্রেষ্ঠ পদক ‘নোবেল’ পুরস্কার।

তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। তিনি আমাদের জাতীয় কবি। নজরুল লেটোগানের দল থেকে উঠে এসে জীবিকার তাগিদে কাজ করেছেন রুটির দোকানে। নজরুল ১ম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে অংশ নিয়েছেন। নজরুল জীবনের কথা লিখতেন, নজরুল লিখতেন অধিকারের কথা। তাইতো সেসময় তার বিদ্রোহী কবিতা বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ সরকার। নজরুল লিখেছেন নিপীড়িত মানুষের কথা, অধিকারের কথা, লিখেছেন অসাম্প্রদায়িকতার কথা।

এতে সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। বিশেষ অতিথির ছিলেন কবি সাজাহান সাকিদার, বগুড়া সরকারি আজিজুল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।

এনসিএন/এএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print