বগুড়ায় সমাজকর্ম দিবস উপলক্ষে ‘সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়’ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের উপস্থিতিতে এক র্যালী ও আলোচনা সভা হয়েছে।
এদিন র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওসার রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সমাজকর্মের প্রতিবন্ধকতার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি গেল কয়েকবছরে সমাজকর্মে দেশে যে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে সেকথাও বলেন বক্তারা।’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সিভিল সার্জন মোহাম্মাফ শাফিউল আযম, আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মাকসুদূর রহমানসহ অনেকেই।
