বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রমোটিং পিস এন্ড জাস্টিস বগুড়া সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, লাইট হাউস নির্বাহী প্রধান হারুন অর রশীদ, উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, উপ-পরিদর্শক (এস আই) মনজুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেকেন্দার আলী ও আব্দুর রাজ্জাক, রিজিওনাল কো-অর্ডিনেটর হারুন রশীদ, লাইট হাউস সমন্বয় কারী সিদ্দিকুল আলম মামুন, উপজেলা সমন্বয়কারী নাজমা পারভীন এবং সালমা খাতুন।
এনসিএন/আরআই
