ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

ছবিঃ প্রতীকী ছবি
ছবিঃ প্রতীকী ছবি

বগুড়ায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (২৭) নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর ৩ টার সময় সদর উপজেলার পীরগাছা এলাকার চান্দের বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

আবু বক্কর সিদ্দিক জেলার গাবতলী উপজেলার সাতচুয়া গ্রামের সামছুল হকের ছেলে।

এনসিএন কে নিহতের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক। 

স্থানীয়দের তথ্যমতে দিয়ে তিনি জানান, দুপুরে শহর থেকে  সিএনজি চালিত এক অটোরিকশা গীরগাছা দিকে যাচ্ছিল। এসময় চান্দের বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা এক অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় স্থানীয়রা বক্করকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print