বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ জুন) সন্ধ্যা পৌনে সাতটায় শহরের বাদুরতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা বাঘোপাড়া দক্ষিণপাড়ার মোঃ তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৭)। অপরজন পৌর এলাকার কাটনারপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ আসিফদৌলা তানা ওরফে অনি (৩৮)।
আজ (২৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিয়ে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, ‘বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আসিফদৌলা তানা ওরফে অনির (৩৮) বিরুদ্ধে আগেও একটি মামলা ছিলো বলে জানিয়েছেন তিনি।
এনসিএন/এআইএ
