ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ণ

বগুড়ায় ১৩৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় ১৩৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ায় ১৩৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২। ছবি: এনসিএন

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুরের পীরগঞ্জের বাহাদুরপুর হাফিজার রহমানের ছেলে আবু রায়হান মিয়া(২৮)। অন্যজন কক্সবাজারের টেকনাফের হাবিবছড়ির মৃত নূর উদ্দিনের ছেলে মো. সাঈদ(৩৩)।

এদিন এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব- ১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ীর ২য় বাইপাসে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রায়হান ও সাঈদকে ১৩৩০ পিস ইয়াবা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print