বগুড়ায় ৬৫ বোতল ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থাটি।
গ্রেফতার হলেন জয়পুরহাটের আদর্শপাড়া গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো: সাইহান ওলিউল্লাহ।
ডিবি পুলিশ সূত্র জানায়, মাদক বিরোধী অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে আজ এক গোপন সংবাদের ভিত্তিতে শজিমেক হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
এনসিএন/এআইএ
