ডিসেম্বর ১, ২০২৫ ৬:০৫ পূর্বাহ্ণ

বগুড়ায় ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন

বগুড়ায় ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন।
বগুড়ায় ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন। ছবিঃ এনসিএন

‘বৃক্ষ প্রানে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ায় উদ্বোধন হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। 

বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্তরে বেলা ১২ টায় জেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

জেলা প্রশাসকের সহযোগিতায় শহীদ টিটু মিলনায়তন চত্তরে সামাজিক বন বিভাগের  আয়োজনে মেলায় ৩০ টি নার্সারী অংশ গ্রহন করছে।  

এতে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাঃ আব্দুল আউয়াল। 

সভায় বক্তার বলেন, অবাধে বৃক্ষ  নিধনের ফলে আজ সারা বিশ্ব খরার কবলে পড়েছে। জলবায়ু যে ভাবে পরিবর্তন হয়েছে তাকে মোকাবিলা করার জন্য বৃক্ষরোপন কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমর চক্রবর্ত্তী, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print