রোববার বিকেল ৫ টায় বগুড়া শহরের বেজোড়া উল্কা মাঠে অত্র এলাকার যুব সমাজ আয়োজিত ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা, ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় আহত ও নিহত এবং ২১ আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তাই চিরঞ্জীব তিনি এ জাতির চেতনায়। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব। শোষক আর শোষিতে বিভক্ত সেদিনের বিশ্ববাস্তবতায় বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ইলিয়াস শাহ্, রাকিবুল ইসলাম রাঙ্গা, মিঠু শেখ, বাদলা মিয়া, জোনায়েদ কথন, ফারুক মিয়া, রাকিব হাসান, আহম্মেদ মূছা, হৃদয়, রক্তিম, আকাশ, তুষার, রসূল, মিম, মাহাবুব প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে ১৫ আগষ্ট, ১৭ আগষ্ট ও ২১শে আগষ্ট শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এনসিএন/বিআর
