বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি বগুড়া জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি মোঃ সাহিদুর রহমানের সভাপতিত্বে সোমবার (১৮ জুলাই) সকালে মাটিডালি বিমান বন্দরের হোটেল ক্যাসেল সোয়াদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মাহাবুব-উর-রহিম, কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ আওরঙ্গ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, রাজশাহী বিভাগের সভাপতি এইচ.এম.তরিকুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন ডেন্টিস্ট আসলাম উদ্দিন সরকার, মোঃ মাহফুজ, মেজবাউল ইসলাম,মোঃ হাবিব, নাহিদ হোসেন, মোঃ ফরহাদ, আসাদুজ্জামান আসাদসহ অত্র সংগঠনের আরেও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
