ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

বিএনপির ৩১ দফা প্রচারণায় তৎপর হওয়ার আহবান

বগুড়া জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে প্রচারণা ও নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মকান্ডে তৎপর থাকার আহবান জানিয়েছেন নেতারা। 

সোমবার বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশন টাওয়ার মাঠে উন্মুক্ত পরিবেশে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশ বিরোধী একটি গোষ্ঠী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করা হলে কঠোরভাবে প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

বগুড়া সদর মুক্তিযুদ্ধের প্রজন্মদল সদস্য সচিব রেজাউল সরকার রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন, সহ সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিরেশ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খায়রুল হাসান কমল, সদর উপজেলা শাখার আহবায়ক শায়েস্তা খান প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print