বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক’র উপর জাতীয় প্রেসক্লাবে ভিতরে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিইউজের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেএম রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম আখতারুজ্জামান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাবেক নির্বাহী কমিটির সদস্য আরিফ রেহমান, দৈনিক ইত্তেফাকের বগুড়ার স্টাফ রিপোর্টার মিলন রহমান, সমকালের ব্যুরো প্রধান মোহন আকন্দ, দৈনিক উত্তরের দর্পণের সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক করতোয়ার ডিপুটি ইউনিট চীফ আসাফ উদ দৌলা ডিউক, চাঁদনী বাজারের ডিপুটি ইউনিট চীফ বিধান সিং, উত্তরের দর্পনের ইউনিট চীফ সাজেদুর রহমান সাজু, বাংলা বুলেটিনের ইউনিট চীফ সঙ্গীত রায় বাপ্পী প্রমুখ।
বক্তারা বিএফইউজের সভাপতি ওমর ফারুক ’র উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় দোষী ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
