ডিসেম্বর ১, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি; ১৬টি জলকপাট খুলতে পারে আজ বিকালে

Oplus_16777216
Oplus_16777216

রাঙামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর। হ্রদের পানি ১০৭ মিনস সি লেভেল (এমএসএল) পূর্ণ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার (৪ আগস্ট) বিকালে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।

রোববার (৩ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ এমএসএল। হ্রদের পানির বর্তমান উচ্চতা বিপৎসীমার কাছাকাছি। হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার বিকেল ৩টায় স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে করে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে হ্রদের পানির স্রোত ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, ‘যদি কাপ্তাই হ্রদের পানির লেভেল বেশি থাকে তাহলে সোমবার বিকালে খুলে দেয়া হবে। আর যদি কম থাকে, তাহলে তার পরেরদিন খুলবে। সোমবারই খোলা হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

উল্লেখ, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। যা কর্ণফুলী অববাহিকায় শেষ গন্তব্য বঙ্গোপসাগরে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print