বিশ্বকাপ শুরুর আর কেবল দুই সপ্তাহ বাকি। অথচ এখনও থামেনি এই টুর্নামেন্ট নিয়ে বিতর্ক।
এতদিন কথা হচ্ছিল স্টেডিয়াম নিমার্ণ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু নিয়ে। এখন তাতে যোগ হয়েছে সমকামীদের নিষেধাজ্ঞা দেওয়া।
ইউরোপের দেশগুলো এ নিয়ে কাতারের সমালোচনায় মেতেছেন। পুরো বিশ্ব থেকে প্রায় ১২ লাখ মানুষ কাতারে হাজির হবেন বিশ্বকাপ দেখতে।
কঠোর সমালোচনার পরও অবশ্য নিজেদের নিয়ম থেকে সরে আসছে না কাতার। তারা বলছে, দেশের নিয়ম মেনেই খেলা দেখতে হবে ফুটবলারদের।
কাতারের সাবেক ফুটবলার ও বিশ্বকাপের শুভেচ্ছা দূত খালিদ সালমান এ নিয়ে বলেছেন, ‘তাদের আমাদের নিয়ম মেনে নিতে হবে। সমকামীতা হারাম। আপনি জানেন হারাম মানে কী? আমি খুব ভালো মুসলমান না কিন্তু কেন এটা হারাম? কারণ এটা মস্তিস্কের বিকৃতি। ’