ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিশোর গ্রেপ্তার 

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর বদলগাছী থানা পুলিশ বিস্ফোরক মামলায় আবু হাসনাত মো: মিজানুর রহমান কিশোর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০মে) সন্ধায় পাহাড়পুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে ওই নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তার আবু হাসনাত মো মিজানুর রহমান (কিশোর) উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

জানা যায়, আবু হাসনাত মো মিজানুর রহমান কিশোর ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নামে বদলগাছী থানায় গত বছরের ৫ নভেম্বর উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় ও নওগাঁ সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাংচুরের ঘটনা ছাড়াও একাধিক মামলা আছে। গত বছরের ৫ আগষ্টের পর থেকে তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাছাড়া তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ ছিলো বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ নভেম্বর গোঁবরচাপাহাট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print