অক্টোবর ১৬, ২০২৫ ২:১১ এএম

বৃহস্পতিবার জানা যাবে কোরবানি ঈদ কবে

বৃহস্পতিবার জানা যাবে কোরবানি ঈদ কবে?
বৃহস্পতিবার জানা যাবে কোরবানি ঈদ কবে? ছবি: ইন্টারনেট

বৃহস্পতিবার (৩০ জুন) জানা যাবে বাংলাদেশে এবার কোরবানি ঈদ কবে হবে।

এদিন সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভা বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির।

আজ বুধবার (২৯ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

তিনি বলেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সভায় চাঁদ দেখার খবর পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে কমিটি।

বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে বাংলাদেশে জিলহজ মাস গণনা শুরু হবে।

সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে ১০ জুলাই। আর বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা না গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ঈদ হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ এবং ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানো যাবে। চাইলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) বিষয়টি জানানোর সুযোগ থাকবে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print