ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ

বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দোকান সিলগালা, জরিমানা ১০ হাজার

সয়াবিন তেল
প্রতীকী ছবি

বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে মুদি দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে ওই দোকানটি সাময়িকভাবে সিলগালা করে দেয়া হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে বেশি দামে সয়াবিন বিক্রির অভিযোগে শহরের খান্দার রোডের মোস্তফা স্টোরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ব্যবসায়ী মোস্তফাকে অর্থদন্ড দেয়ার পাশাপাশি তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

এদিন অভিযান পরিচালনার বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, ‘শহরের খান্দার রোডের মোস্তফা স্টোরে পুরনো বোতলজাত সয়াবিন বেশি দামে বিক্রির অভিযোগ ছিলো আমাদের কাছে। মূলত তারই প্রেক্ষিতে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় ওই দোকানি ১০ হাজার টাকা অর্থদন্ড এবং সাময়িকভাবে তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়।’

রিজভী বলেন, অভিযান পরিচালনা করে মোস্তফা স্টোর থেকে ১৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করি। পরে মজুদকৃত সয়াবিল তেল উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে বোতলের গায়ের মূল্য ১৫৮ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘বাজারে সয়াবিন তেলের অস্থিরতা কমাতে আমাদের অভিযানগুলো পরিচালিত হচ্ছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।’

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print