ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডাব ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডাব ব্যবসায়ীকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডাব ব্যবসায়ীকে জরিমানা। ছবি: এনসিএন

বগুড়ায় ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারার দায়ে এক ডাব ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদরের কলেজ রোডের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এদিন বগুড়া সদরের কলেজ রোডের মেসার্স সাহা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সুমন সাহাকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ জান্নাতুল নাইম।

জানা যায়, সুমন সাহা ডাব ক্রয়-বিক্রয়ের রশিদ সংগ্রহ করতেন না। এতে ডাবের প্রকৃত মূল্য বাড়িয়ে পণ্যটির দাম আকাশছোঁয়া হয়ে যেত। তাই ওই ব্যবসায়ীকে সতর্কতামূলক পরামর্শ প্রদানের পাশাপাশি নগদ অর্থদন্ড দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে জান্নাতুল নাইম বলেন, বগুড়া শহরের কলেজ রোডের ডাব ব্যবসায়ী সুমন সাহাকে কৃষি বিপণন আইন ২০১৯-এর (ঙ) ধারায় জরিমানা করা হয়েছে। এসময় তাকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে ভবিষ্যতে যেন ক্রয়-বিক্রয় রশিদ সরবরাহ করেন সেব্যাপারেও সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এদিন ভ্রাম্যমাণ আদালতে পরিচালনার সময় তাকে সহযোগিতা করে জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

একই দিনে বগুড়া সদর এলাকার সুলতানগঞ্জ পাড়ার ভাই ভাই ডাব আড়ৎ ও খান্দার এলাকার এক আড়তদারকেও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয় তাদের।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print