বগুড়ার শাজাহানপুরের মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় গভর্নিং বডিতে বার বার সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় অফিস রুমে তাকে শিক্ষক-কর্মচারী, অভিভাবক পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সার্বিক ব্যবস্থাপনায় সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (দুলাল), শিক্ষক প্রতিনিধি মোক্তার হোসেন, মাকেস আলী, হারেজ উদ্দিন সহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
