ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

মোটরসাইকেল-ভ্যানগাড়ি সংঘর্ষ; দুই বন্ধু নিহত

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ও অটোচার্জার ভ্যানগাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানগাড়ির এক যাত্রী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা সরদারপাড়া গ্রামের জামিলের ছেলে জাহিদ (১৯) ও লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল শেখ (২০)। আর আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম (২২)। তিনি বড়িয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ ও এমদাদুল সম্পর্কে বন্ধু। তারা দু’জন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত দুইদিন আগে তারা বাড়িতে আসেন। শনিবার সকালে দুই বন্ধু ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে রাণীনগর ঘুরতে আসেন। কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে অটোচার্জার ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন জাহিদ ও এমদাদুল। এ সময় ঘটনাস্থলেই মারা যান জাহিদ। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাণীনগর ফায়ার সর্ভিসের কর্মীরা এমদাদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটার দিকে মারা যায় এমদাদুল। এই দুর্ঘটনায় আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও অটোচার্জার ভ্যানগাড়ির সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। আইনি প্রক্রিয়া চলমান।

০১৭১৯-৬১৩২২৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print