ডিসেম্বর ১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর কমিটিতে আমির আনজির, সেক্রেটারি শামীম

নওগাঁর রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ২০২৫-২৬ সালের জন্য ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার নতুন এ কমিটিতে খন্দকার ডা. আনজির হোসেন আমির ও শামীনুর ইসলাম শামীম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন, উপজেলা নায়েবে আমির ডা. আমিনুল ইসলাম, সহ-সেক্রেটারি হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কাহারসহ ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শুক্রবার দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ওইদিন সম্মেলনে নারী-পুরুষ রোকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন আমির নির্বাচিত করা হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাসসহ অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print