ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

রাবিতে ঐতিহাসিক পলাশী দিবস পালন

Oplus_16908288
Oplus_16908288

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ঐতিহাসিক পলাশী দিবস পালন করা হয়েছে। এই দিবস উপলক্ষে আজ সোমবার (২৩ জুন) ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ-এর আয়োজনে মৌন মিছিলের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

এসময় বক্তারা বলেন, ২৩ জুনের ইতিহাস আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমাদেরকে ঘরের ভেতরের শত্রু এবং মিত্র চিহ্নিত করতে হবে। ঐতিহাসিক মুহূর্তে যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের পরিণতি মানুষ শত বছরের বিবর্তনেও ঘৃণার সঙ্গে স্মরণে রাখবে। আমাদের জাতীয় স্বার্থকে রক্ষার জন্য জাতীয় ঐক্যকে অটুট রাখতে হবে। জাতিকে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে উন্নত করতে আমাদের সাম্প্রতিক ইতিহাসের পাশাপাশি শেকড়ে থাকা ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্যিকারের সোনার বাংলা গঠনের পথে অগ্রসর হতে হবে।

উল্লেখ্য, ১৭৫৭ সালের ২৩ জুন ঐতিহাসিক পলাশীর প্রান্তরে কিছু কুচক্রী ও ষড়যন্ত্রকারীর চক্রান্তে প্রহসনের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তাঁর পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে ২০০ বছরের জন্য স্বাধীনতার সূর্য স্তিমিত হয়। ভারতবর্ষের ক্ষমতা দখল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর ড. মাহাবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print