আগামীকাল মঙ্গলবার জাতীয় শোক পালনের অংশ হিসেবে এবং কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সকল পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং ছাত্র জনতার সমাবেশ। দলীয় সূত্রে জানানো হয়, কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় শোকাহত পুরো জাতি। এই পরিস্থিতিতে বিএনপি দায়িত্বশীল অবস্থান থেকে কর্মসূচি স্থগিত করেছে।
তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
এছাড়াও বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হবে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের স্মরণে আমরা যথাযথ মর্যাদায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করবো।”
উল্লেখ্য, রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় সরকার ২২ জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে।