ডিসেম্বর ১, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ণ

লালমনিরহাট কালীগঞ্জে ভুয়া চিকিৎসক কে তিন মাসের কারাদণ্ড

Oplus_16777216
Oplus_16777216

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রী লাগিয়ে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ কারাদন্ড প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

কারাদন্ড প্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।

এসময় ভ্রাম্যমান আদালতকে তার ডিগ্রীর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন হাসিবুর রহমান। একই সাথে তার চেম্বার ও দোকানে নিষিদ্ধ ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ভুয়া ডিগ্রীধারী হাসিবুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানায়, উপজেলার লতাবর গ্রামে একটি চেম্বর খুলে বসে নিজেকে ডিগ্রীধারী চিকিৎসক দাবি করে স্থানীয় সাধারন মানুষকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন স্থানীয় হাসিবুর রহমান। তার ভুয়া চিকিৎসায় ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছেন স্থানীয়রা। এমন অভিযোগে মঙ্গলবার পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জাকিয়া সুলতানা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জাকিয়া সুলতানা বলেন, অবৈধভাবে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print