ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

লালমনিরহাট পাটগ্রামে বুরিমারী রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত

Oplus_16908288
Oplus_16908288

লালমনিরহাট জেলা প্রশাসন ও রেলওয়ে কতৃপক্ষের সঙ্গে আলোচনার ২ ঘন্টা পর লালমনিরহাটের পাটগ্রামে বুরিমারী রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার  (২৯এপ্রিল) বিকেলে পাটগ্রাম কলেজ মোড়ের আন্দোলন মঞ্চ থেকে এ ঘোষণা দেন বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও বিএনপি নেতা মোস্তফা সালাউজ্জামান ওপেল।

ঘোষণার ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম অংশে ৩২ ঘন্টা ধরে আটকে পড়া যান চলাচল শুরু হয়। অপরদিকে ৯ দিনের মাথায় উঠে গেল রেলপথ অবরোধ। ফলে গত ২১ এপ্রিল থেকে বুড়িমারী স্টেশনে আটকে থাকা একটি লোকাল ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে গতকাল রাতে হাতীবান্ধায় অবরোধ তুলে নেওয়া হয়। ফলে ওই রাত থেকে মহাসড়ক ও আজ সকাল থেকে রেলপথ সচল হয়।

পাটগ্রামের আন্দোলনে নেতৃত্বদানকারীদের একজন ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস চালু না হওয়া পর্যন্ত ‘বুড়িমারী-লালমনিরহাট’ রুটে ওই ট্রেনের যাত্রীদের জন্য একটি শার্টল ট্রেন চালানোর আশ্বাস দিয়েছে রেল কতৃপক্ষ। ফলে আমরা আপাতত অবরোধ স্থগিত করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print