ডিসেম্বর ১, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

লালমনিরহাটে আনন্দ টিভির সাংবাদিকের ওপর হামলা, অভিযোগ দায়ের, গ্রেপ্তার-১

লালমনিরহাটের হাতীবান্ধায় আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতীবান্ধা থানায অভিযোগ দায়ের হলে মুন নামে এক যুবককে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

শুক্রবার দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার তেল পাম্প এলাকায় সাংবাদিকের উপর হামলার করে আটককৃত মুন ও তার ভাইয়েরা।

জানাযায়, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামি হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন। ওই মামলার জের ধরে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা মাহফুজুর রহমান খাঁন বিপ্লব ও মুনের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট ছেলে মুনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল হক বলেন, আমরা স্থানীয় থানাপুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এই সময়ের মধ্যে যদি আসামীদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা জেলার সাংবাদিকগন বৃহত্তর আন্দোলনে নামবো।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বলেন, সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে, অভিযান চালিয়ে মুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print