বগুড়ার শাজাহানপুরের সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শাক দিবস যথাযথ মর্যাদায় মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ সোমবার (১৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণ বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলাচনা সভায় প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আহমেদ।
সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাহমুদুর রহমান।
এসময় প্রভাষক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেলী আকতার, প্রভাষক মোশারফ হোসেন, গোলাম রব্বানী, ফজলুল করিম, আবু বকর সিদ্দিক, আব্দুল ওয়াহিদ, আব্দুল হান্নান এবং শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন।
এছাড়াও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজলা নির্বাহী অফিসার তার বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যত জীবন গঠনের আহবান জানান।
