ডিসেম্বর ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

শাজাহানপুরে আশেকপুর ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

শাজাহানপুরে আশেকপুর ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল। ছবি: সংগৃহীত
শাজাহানপুরে আশেকপুর ইউপি চেয়ারম্যানের ইন্তেকালশাজাহানপুরে আশেকপুর ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলম (৫৮) মারা গেছেন। সম্প্রতি তিনি হজব্রত পালন করে দেশে ফিরে আসেন।

সোমবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গতবছরে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ফিরোজ আলম দ্বিতীয় বারের মত আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যান ফিরোজ আলম রাত ১ টার দিকে হঠাৎ হৃদপিন্ডে ব্যাথা অনুভব করেন। রাতেই রাণীহাট বাড়ি থেকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিক নেওয়া হলে সেখানে ভর্তি না করায়, পরে দ্রুত সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তি করা হয়।

মৃত্যুকালে ফিরোজ আলম হোসেন স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ফিরোজ আলম এর মৃত্যুতে উপজেলা ও ইউনিয়ন ব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার বাদ আসর আশেকপুরে দাড়কামাড়ী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার সেখানে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print