ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

শাজাহানপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের দোয়া ও আলোচনা সভা

শাজাহানপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের দোয়া ও আলোচনা সভা।
শাজাহানপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের দোয়া ও আলোচনা সভা। ছবিঃ এনসিএন

বগুড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বাদ আসর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদের সভাপতিত্বে এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।

এ সময় উপস্থিত যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন, সাংগাঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা,দপ্তর সম্পাদক সেলিমুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, অর্থ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, সদস্য শাহাদাত হোসেন, আপেল মাহমুদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print