ডিসেম্বর ১, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ

শাজাহানপুরে দূরারোগ্য আক্রান্ত শিশু’র পাশে অফিসার্স ক্লাব

শাজাহানপুরে দুরারোগ্য আক্রান্ত শিশু'র পাশে অফিসার্স ক্লাব
শাজাহানপুরে দুরারোগ্য আক্রান্ত শিশু'র পাশে অফিসার্স ক্লাব। ছবিঃ এনসিএন
বগুড়ার শাজাহানপুরে চার মাস বয়সে দুরারোগ্য ব্যাধি জন্মগত টিউমারে আক্রান্ত শিশু শ্রী শ্যাম চন্দ্র।
শিশুটি জন্মপর থেকে টিউমারে আক্রান্ত।বয়স বাড়ার সাথে সাথে টিউমারের আকার আরও বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে,শিশুটির বাবা শ্রী সুজন চন্দ্র শীল উপজেলার মাঝিড়া ইউনিয়নে ডোমনপুকুর হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা।তিনি পেশায় এক নাপিত।ছোট্ট এই শিশুটি জন্মগতভাবে টিউমার সমস্যায় ভুগছে।পরিবার থেকে স্থানীয় ভাবে চিকিৎসা করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি।
বর্তমানে শিশুটির শরীরে টিউমার অস্বাভাবিক ভাবে ফুলে গেছে। শিশুটির বাবা সেলুন শ্রমিক হিসেবে কাজ করেন। হতদরিদ্র পরিবারের পক্ষে ব্যায়সাধ্য চিকিৎসা করা অসম্ভবপ্রায়।
এমন অসহায়ত্বের কথা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন উপজেলার মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান।
বিষয়টি নজরে পড়ে অফিসার্স ক্লাব শাজাহানপুর বগুড়া কর্মকর্তাদের।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে চিকিৎসা  সহায়তার জন্য সেই অসুস্থ শিশু পরিবারের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেয় অফিসার্স ক্লাব।
সংগঠনের পক্ষে উক্ত অর্থ তুলে দেন অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ,সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা সহকারী প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান।
অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, অফিসার্স ক্লাবের সকল কর্মকর্তার সন্মিলিত অংশগ্রহণে উক্ত আর্থিক সহযোগিতা দেওয়া সম্ভব হয়েছে।
এনসিএন/বিআর
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print