ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

শাজাহানপুরে দূরারোগ্য রোগীদের চেক বিতরণ

শাজাহানপুরে দূরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ কর্মসূচী। ছবিঃ এনসিএন
শাজাহানপুরে দূরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ কর্মসূচী। ছবিঃ এনসিএন

বগুড়ার শাজাহানপুরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত উপজেলার হতদরিদ্র ২০ জন রোগী প্রত্যেকে এককালীন ৫০ হাজার করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print