বগুড়ার শাজাহানপুরে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য শিশু পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে শিশু পার্কের ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা মনিজা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আবুল হোসেন,বিদ্যালয়ের সভাপতি ও আড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বকুল, সহকারী শিক্ষক রতন কুমার পাল, মাহমুদুল হাসান, রেজাউল করিম, লায়লা আরজুম বানু,অভিভাবক সদস্য ইকবাল হোসেন, আইয়ুব আলী, এনামুল হক সহ স্থানীয় এলাকাবাসী গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের তত্বাবধানে এই মিনি পার্কটি নির্মাণ করা হচ্ছে।
