বগুড়ার শাজাহানপুরে জাঁকজমকপূর্ণ আয়াজনের মধ্য দিয়ে চাপিনগর ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫জুন) বিকেলে জয়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
চাপিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুব আলমসহ অনেকেই।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বড়পাথার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চক-চাপিনগর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চাপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এদিন খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক খায়রুল ইসলাম, মেহেদী হাসান, উত্তম কুমার, জাহিদুল ইসলাম প্রমুখ।
